10 BANGLA AMAZING FACTS । ১০ টি বাংলা মজাদার ফ্যাক্ট

আজকের ব্লগটি নতুন কিছু Bangla Fact ( বাংলা ফ্যাক্ট ) সম্পর্কে লিখতে চেষ্টা করেছি। আমরা এমন অদ্ভুত কিছু ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরব যেগুলি জানলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার ফ্যাক্ট / অ্যামেজিং ফ্যাক্টস সম্পর্কে।

10 BANGLA AMAZING FACTS


বাংলা ফ্যাক্ট সূচী । 10 AMAZING FACTS

  • মিরাকল গার্ডেন
  • কুংফু
  • ৫০% শক্তি হারিয়ে ফেলবে আমেরিকা
  • বৃষ্টিহীন গ্রাম
  • পৃথিবীর সবথেকে দামী চা-পাতা
  • টানা ১২৬ ঘণ্টা নৃত্য করার রেকর্ড
  • পৃথিবীর সবথেকে বড় মুখের অধিকারী
  • নীল জিন্স পড়া অবৈধ কেন?
  • লাভ লেক
  • ১৬০ কিমি নদী পরিষ্কার

১.মিরাকল গার্ডেন

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান দুবাই মিরাকল গার্ডেনে বিস্ময়কর ফুলের পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে। এর অবস্থান  দক্ষিণ আল বার্শারে।এর আয়তন ৭২,০০০ বর্গ মিটার সম্পূর্ণরূপে ফুলে আচ্ছাদিত। এখানে বিভিন্ন প্রদর্শনীতে ৫০ মিলিয়নেরও বেশি ফুলে দেখা যায়। গরম আবহাওয়ার কারণে গ্রীষ্মে মিরাকল গার্ডেন বন্ধ থাকে।

২.কুংফু

কুংফুর নাম শুনলেই, আমাদের মাথায় চট করেই চীনের নাম চলে আসে। কিন্তু আপনি জা্নলে অবাক হবেন যে, এই কুংফুর আবিষ্কার একজন ভারতীয়ের হাত ধরেই হয়েছিল। বোধিধর্মন সেই ভারতীয় ব্যক্তি যিনি এই কুংফুর আবিষ্কার করেন।

৩.প্রায় ৫০% শক্তি হারিয়ে ফেলবে আমেরিকা

আমেরিকায় বিপুল পরিমাণে বিদেশী মানুষের বসবাস। তার মাঝে ভারতীয় বিভিন্ন শ্রেণি পেশার যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বৈজ্ঞানিক রয়েছেন যে, তারা যদি ভারতে ফিরে আসেন, তাহলে আমেরিকা তার প্রায় ৫০% শক্তি হারিয়ে ফেলবে। যদিও তাদের ভারতে ফিরে আসার তেমন কোন সম্ভাবনা নেই, কারণ হিসেবে বলা যায় আমেরিকার উন্নত সুযোগ সুবিধা।

৪.বৃষ্টিহীন গ্রাম

বিশ্বে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় ? 
এর উত্তরটা  আমরা সবাই জানি — চেরাপুঞ্জির মওসিনরামে। কিন্তু পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে, যেখানে একদম বৃষ্টি হয় না, এই গ্রামটির নাম আল হুতাইব। এটি কিন্তু মরুভূমি নয়। এই গ্রামটি মেঘের থেকে উচুতে হওয়ায় এখানে বৃষ্টিপাত হয় না। এই গ্রামটি অবস্থান ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমে। মূল ভূমি থেকে প্রায় ৩২০০ মিটার উঁচুতে অবস্থিত। এই গ্রামটি দেখতে স্বর্গের থেকে অংশেই কম নয়!   

৫.পৃথিবীর সবথেকে দামী চা-পাতা

একটা টি ব্যাগের দাম কত হতে পারে বলে আপনার ধরনা?
পৃথিবীর সবথেকে দামী চা-পাতার নাম হল- দ্য হং পাওদ্য হং পাও’-এর ১ কেজি চা পাতার দাম প্রায় ১৫,০০,০০০ মার্কিন ডলার,

৬.টানা ১২৬ ঘণ্টা নৃত্য

বন্দনা নেপাল নামের নেপালের এক মেয়ে বিরতিহীন ভাবে ১২৬ ঘণ্টা নৃত্য করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিয়েছেন ( জুন ২০২২ পর্যন্ত )। তিনি কোনো খাবার বা বিশ্রাম না নিয়েই লাগাতার ৫দিন নৃত্য করে এই রেকর্ড গড়েছিলেন। রেকর্ড গড়ার সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর।

৭.পৃথিবীর সবথেকে বড় মুখের অধিকারী

পৃথিবীর সবথেকে বড় মুখের অধিকারী হলেন- ফ্রান্সিসকো ডোমিং। তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবথেকে বড় মুখের অধিকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তার মুখ এত বড় যে, এতে একটি কোকাকোলার ক্যানও অনায়াসেই ধরে যায়।

৮.নীল জিন্স পড়া অবৈধ

উত্তর কোরিয়াতে নীল জিন্স পড়া অবৈধ করা হয়েছে। কারণ সেখানে নীল রং কে আমেরিকার সাম্রাজ্যবাদের প্রতীক মানা হয়ে থাকে।

৯. লাভ লেক

জোড়া লাভ এর প্রতীক নিয়ে শান্ত ও নিটোল হৃদটি মরুভূমির বুকে ভালোবাসার নয়া মরুদ্যান। যাকে আমরা ‘লাভ লেক’ নামে জানি। এটি প্রায় ৫৫০০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত এবং দুটি লাভ হার্ট একত্রিত করে বানানো হয়েছে লাভ লেক । এর চারপাশে রয়েছে প্রায় ১৬০০০ গাছের সমাহার।

১০.১৬০ কি.মি. নদী পরিষ্কার

প্রায় ১৬০ কি.মি. নদী পরিষ্কার করেন পাঞ্জাবের সন্ত বলবীর সিং, তার বন্ধু এবং সাথীরা, কোনো সরকারি সাহায্য ছাড়াই।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/vhik2b64REc?si=kfD72LJgVZnpmfpC" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe>

Comments